পাংশায় লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

মোক্তার হোসেন || ২০২৩-০১-০২ ১৩:৫৬:৩২

image

লেখাপড়া শিখে মোরা উঠবো হয়ে দেশের সেরা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১লা জানুয়ারী সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ঐতিহ্যবাহী লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব হয়েছে।
অধ্যাপক কাজী মিনহাজুল আলমের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহ মোঃ আব্দুল লতিফ, কেওয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম (রেজা মাস্টার) ও ব্যবসায়ী আমিরুল ইসলাম (ইকু), বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করেন।
প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন বলেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিকশিত করার লক্ষ্যে এলাকার কৃতিসন্তান এএফডব্লিউসি, পিএসসি, লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান জুয়েল (বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত) ২০০৪ সালে পিতার স্মরণে লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কার্যকরী ভূমিকা রেখে চলেছে। ছাত্র ছাত্রীদের মনোযোগ সহকারে বই পড়া এবং নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত হওয়ার গুরুত্বারোপ করেন তিনি। 
এদিকে, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান শেষে শিক্ষকদের একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সিটি কলেজের অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com