পাংশায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলোটিকস প্রতিযোগিতার প্রস্তুতি সভা

শামীম হোসেন || ২০২৩-০১-০৩ ১৩:১০:১০

image

রাজবাড়ীর পাংশায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলোটিকস প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

   গতকাল ৩রা জানুয়ারী বেলা সাড়ে ১২টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষাকগণ উপস্থিত ছিলেন।
 সভায় সরকারী নির্দেশনা মেনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলোটিকস প্রতিযোগিতা সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com