গোয়ালন্দের দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের মধ্যে কম্বল বিতরণ

মইনুল হক মৃধা || ২০২৩-০১-০৩ ১৩:১৪:৩৮

image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে দৌলতদিয়া পতিতাপল্লীর ৩ শতাধিক যৌনকর্মীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়েছে। 

   গতকাল ৩রা জানুয়ারী বেলা ১২টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির হলরুমে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়সার খান এ কম্বল বিতরণ করেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, এনজিও আশা’র জেলা ব্যবস্থাপক শমসের আলী, যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য’র সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com