ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন রাজবাড়ীর এসপি শাকিলুজ্জামান

স্টাফ রিপোর্টার || ২০২৩-০১-০৩ ১৩:১৫:৫৪

image

 ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ (পুলিশ সার্ভিস এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ) পাচ্ছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

   ২০২২ সালের জন্য ‘সি’ ক্যাটাগরীতে তাকে মনোনীত করা হয়েছে। এম এম শাকিলুজ্জামানসহ সারা দেশের মোট ১৭ জন পুলিশ কর্মকর্তা ৫টি ক্যাটাগরীতে (এ, বি, সি, ডি, ই) এই আইজিপি ব্যাজ পাচ্ছেন। এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে রাজবাড়ী জেলা পুলিশ ‘সি’ গ্রুপে দ্বিতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। 
   জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ৪ঠা জানুয়ারী দুপুরে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ গ্রহণ করবেন। এছাড়া আগামীকাল ৫ই জানুয়ারী একই স্থানে অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পুরস্কার গ্রহণ করা হবে।          

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com