রাজবাড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার || ২০২৩-০১-০৪ ১৪:৪৭:১১

image

 রাজবাড়ীতে গতকাল ৪ঠা জানুয়ারী নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
  এ উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের আয়োজনে সকালে প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বড়পুল মোড় হয়ে প্রধান সড়ক ও রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। 
  এরপর সেখানে বিশালাকৃতির কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com