রাজবাড়ীর কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ৬ই জানুয়ারী থেকে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষাক্রম কার্যক্রমের রূপরেখা বিস্তরণ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রায় ৩৫০ শিক্ষক এতে অংশগ্রহণ করছেন।
গতকাল ৭ই জানুয়ারী প্রশিক্ষণের ২য় দিনে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com