রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরশী গ্রামের বাসিন্দা আঃ সালাম খান (৫৯) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আনিচ খান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ৭ই জানুয়ারী র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের কোতয়ালী থানাধীন মৃগী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুননগর গ্রামের মৃত আমরেজ খানের ছেলে।
র্যাব জানায়, আঃ সালাম গত ২রা জানুয়ারী ফরিদপুরের কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকার ‘পথিক’ নামক আবাসিক হোটেলের একটি কক্ষে খুন হন। অপর এক ব্যক্তির সাথে তিনি ওই হোটেলে উঠেছিলেন। পরে ওই ব্যক্তি তাকে খুন করে বাইরে থেকে কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়।
তথ্য-প্রযুক্তির সহায়তায় খুনী আনিছ খান (৪০)কে শনাক্ত করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে খুন হওয়া আঃ সালাম খানের ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আনিচকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com