রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রাতঃভ্রমণকারীদের সংগঠন ‘ভোরের সাথী ফিটনেস ক্লাব’ এর কমিটি গঠন করা হয়েছে। গত ২৫শে আগস্ট সকালে কালুখালী রেলওয়ে স্টেশন চত্বরে সংগঠনের সদস্যদের এক সভায় এই কমিটি গঠন করা হয়।
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে ও প্রদীপ কুমার সরকার আশিষের পরিচালনায় সভায় আলোচনার মাধ্যমে অজয় কুমার দত্তকে সভাপতি, ডাঃ গোপাল চন্দ্র শিকদারকে সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম টোকনকে সাংগঠনিক সম্পাদক, আমজাদ হোসেনকে অর্থ সম্পাদক, গোলাম সরোয়ারকে ধর্মীয় সম্পাদক, রজব আলীকে ক্রীড়া সম্পাদক, মনিরুল ইসলাম মনিরকে নাট্য সম্পাদক, সুমন কুমার নাগকে সাংস্কৃতিক সম্পাদকসহ অন্যান্যদেরকে সদস্য করে ক্লাবের কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে ক্লাবের প্রধান উপদেষ্টা ও ওস্তাদ আশিষ সরকার উপস্থিত সকলকে জার্সি উপহার দেন।
উল্লেখ্য, প্রাতঃভ্রমণে বের হওয়া স্বাস্থ্য সচেতন মানুষদের নিয়ে দলবদ্ধভাবে শরীরচর্চার উদ্দেশ্যে ‘ভোরের সাথী ফিটনেস ক্লাব’ গঠন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com