রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে বিএসএসবি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই জানুয়ারী সন্ধ্যায় বহরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শাহিদুজ্জামান সাহিদুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান টিটো চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, জেলা পরিষদের সদস্য আব্দুল বারেক বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় ৪টি গ্রাম বহরপুর, শহীদনগর, শেকাড়া ও বাড়াদীর ইংরেজী আদ্যাক্ষর দিয়ে (বিএসএসবি) এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com