গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের মোবাইল ফোন ও টাকা ছিনতাই ॥ গ্রেফতার-৩

মইনুল হক মৃধা || ২০২৩-০১-০৯ ১৩:২৩:৪৩

image

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত আবুল কালাম আজাদ নামে এক চিকিৎসকের মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

   গত ৮ই জানুয়ারী রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জড়িত ৩ ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল গণি’র ছেলে রনি (২৩), একই পৌরসভার কুমড়াকান্দি গ্রামের সামছুর ছেলে ইমরান (২৭) এবং নছর উদ্দিন সরদার পাড়ার চেনরুদ্দিন ফকিরের ছেলে রুবেল ফকির ওরফে সোনা (২৮)। 
   ভুক্তভোগী চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, তিনি ৮ই জানুয়ারী দুপুর ২টা থেকে জরুরী বিভাগে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে জরুরী বিভাগের পাশের কক্ষে বসে থাকা অবস্থায় হঠাৎ ২ যুবক ঢুকে তার মাথায় পিস্তল ও পেটে চাকু ঠেকিয়ে এবং হাতে ও মাথায় আঘাত করে তার মানিব্যাগে থাকা ৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাইরে থেকে কক্ষের দরজা আটকে রেখে পালিয়ে যায়। ঘটনার সময় আরেকজন বাইরে পাহারায় ছিল। পরে তার চিৎকারে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফরা এসে তাকে উদ্ধার করে।
   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় জড়িত ৩ জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ২হাজার টাকা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এই খেলনা পিস্তল ঠেকিয়েই তারা চিকিৎসকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ড বিধির ৩৯৪ ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com