রাজবাড়ীতে নতুন আরো ২৭জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-২৬ ১৪:১২:২০

image

রাজবাড়ী জেলায় নতুন আরো ২৭জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৬শে আগস্ট তাদের নমুনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট এসে পৌঁছেছে। এ নিয়ে জেলার মোট ২ হাজার ৪৪১ জনের করোনা শনাক্ত হলো। 
  জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২১ জন মারা গেছেন এবং ১হাজার ৪১৬ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩৮ জন হাসপাতালে ভর্তি এবং ৮৭৭ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।   
  উল্লেখ্য, গতকাল ২৬শে আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আব্দুল মজিদ(৭০), মোঃ তুহিন খন্দকার(৩২), রোকেয়া বেগম(৬৫), আরাফাত(২৬), গোলাম মুস্তাফা(৭০), আনোয়ারা(৬৩), হায়দার(২৮), রবিউল আলম(৫৮), নিজামুল হক(৬১), মালেকা(৮০), আবুল হোসেন(৭৬), নাভানা(৪৮), কবির আহমেদ(৪৫), শাম্মী আক্তার(৩৬), বালিয়াকান্দি উপজেলার মোঃ সোহেল রানা(৩৮), নূরুন্নাহার(৮৬), হনুফা খাতুন(৫২), হামিদ মন্ডল(৩১), মোঃ ইউসুফ(৩৬), পাংশা উপজেলার জামাল হোসেন, শুকুর আলী খান(৩৫), সুজল কুমার সাহা(৩৫), জয়নাল আবেদীন(৬৭), মিম, আরশেদ আলী(৭০) ও মজিরন(৬০)। 
  এছাড়া ইতিপূর্বে শনাক্ত ৬জনের ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে। তারা হলেন- রাজবাড়ীর সাংবাদিক এম.মনিরুজ্জামান(৫২), সদর উপজেলার মুসা মিয়া(৪৬) এবং বালিয়াকান্দি উপজেলার মোঃ নজরুল ইসলাম(৫২), মোঃ ইউসুফ হোসেন(৩৮), রেজাউল করিম(৩৫) ও মোঃ আব্দুল আওয়াল(৭০) এর ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com