কালুখালীর সালেহা সামাদ হাসপাতাল প্রাঙ্গণে গরীবদের মাঝে কম্বল বিতরণ

ফজলুল হক || ২০২৩-০১-১০ ১৩:৩২:৫৩

image

রাজবাড়ীর কালুখালীর সালেহা সামাদ হাসপাতালের সহযোগিতায় এবং সেভ দি হাঙ্গেরী ও ওয়েড-এর বাস্তবায়নে গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

   গতকাল ১০ই জানুয়ারী বিকালে কালুখালীর থানা রোড সংলগ্ন সালেহা সামাদ হাসপাতাল প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। ওয়েডের নির্বাহী পরিচালক খাইরুল হাসান মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, বিশেষ অতিথি হিসাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, সেভ দি হাঙ্গেরীর নির্বাহী পরিচালক ও সালেহা সামাদ হাসপাতালের প্রোপাইটার ডাঃ এস.এম আবু হোসাইন, ম্যানেজার মজিবর রহমান, ডাঃ রাহাত খান নাবিল, স্থানীয় সমাজসেবক হাজী আব্দুল কাদের গণি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কম্বলের পাশাপাশি দরিদ্র মানুষের মধ্যে স্বল্প খরচে সালেহা সামাদ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণের হেলথ কার্ড বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com