রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় নতুন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক তারিকুজ্জামান।
গত ২৫শে আগস্ট রাতে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি একেএম আজমল হুদার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বালিয়াকান্দি থানার পুলিশ কর্মকর্তাগণসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর বড়বাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হান্নান খানের পুত্র তারিকুজ্জামান ২০০৭ সালে উপ-পরিদর্শক(এসআই) পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং ২০১৬ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার পরিদর্শক(তদন্ত) পদে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র ও ১কন্যা সন্তানের জনক।
দায়িত্ব পালনে সাংবাদিকসহ উপজেলাবাসীর সহযোগিতা কামনা করে নবাগত ওসি তারিকুজ্জামান বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব। জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেয়ার ব্যাপারে সচেষ্ট থাকবো। সন্ত্রাস, ইভটিজিং ও মাদকের সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com