পাংশায় দু’দিনব্যাপী ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী হয়েছে

মোক্তার হোসেন || ২০২৩-০১-১২ ১৩:৪১:০৩

image

 রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল ১২ই জানুয়ারী বিকালে আলোচনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দু’দিনব্যাপী ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী হয়েছে। পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা শীতকালীন ক্রীড়া কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ উপজেলার সকল স্কুল মাদরাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।
জানা যায়, গত ১১ই জানুয়ারী ৫১তম বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়। উপজেলার ৩৪টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও ২৫টি মাদরাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাংশা সরকারী কলেজ মাঠ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা মাঠে প্রতিযোগিতার ভেন্যু করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com