রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু’র উদ্যোগে ৯ জন কৃষককে ‘কৃষি সংবর্ধনা’ প্রদান করা হয়েছে।
গতকাল ১২ই জানুয়ারী বিকালে গান্ধিমারা বাজারস্থ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু’র কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, প্রধান আলোচক হিসাবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম আজম, বিশেষ অতিথি হিসাবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম, মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ কৃষিতে টেকসই উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের কৃষি কাজে উদ্বুদ্ধকরণে এ ‘কৃষি সংবর্ধনা’র আয়োজন করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com