দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ॥নদীতে ট্রলার ডুবে মাঝি নিখোঁজ

আবুল হোসেন || ২০২০-০৮-২৬ ১৪:১৭:০৫

image

বৈরী আবহাওয়ার কবলে পড়ে পদ্মা নদীতে পণ্য বোঝাই একটি ট্রলার ডুবে একজন মাঝি নিখোঁজসহ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
  জানা গেছে, গতকাল ২৬শে আগস্ট সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই ট্রলারটি নদীতে উত্তাল ঢেউয়ের কারণে ডুবে যায়। ট্রলারটির মাঝি মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাউলিকান্দি গ্রামের শরীফ উদ্দিন(৩০) নিখোঁজ রয়েছেন। অপর দুই মাল্লা একই উপজেলার বুরুরিয়া গ্রামের তরুণ মোল্লা(৫৮) ও পাটুরিয়া এলাকার সবজাল হোসেন(৩৬) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। প্রচন্ড বাতাসের কারণে নদী উত্তাল হওয়ায় ঢেউয়ের গতি বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। 
  অপরদিকে, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল বুধবার সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। লঞ্চে নদী পাড়ি দিতে আসা যাত্রীদের ফেরীতে পারাপারের জন্য বলা হচ্ছে। 
  বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের ট্রাফিক সুপারভাইজার কোরবান আলী বলেন, বর্তমানে এই নৌ-বন্দরে ২নম্বর বিপদসংকেত চলছে। নদী উত্তাল রয়েছে। এ জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চে যাত্রী পারাপার বন্ধ থাকবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com