রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
গতকাল ১৬ই জানুয়ারী দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাঃ সোহেল মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সম্পাদক তনু সিকদার সবুজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু, সাংবাদিক গোলাম মোস্তফা, অনিক সিকদার, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সহ-সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটনসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই। আমাকে যেকোনো সংবাদ দিয়ে সহযোগিতা করবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাবো সেই বিষয়কে সমাধান করার।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com