রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা নামক এলাকা থেকে গতকাল ১৭ই জানুয়ারী দুপুরে নসিমন গাড়ীতে খড়ের মধ্যে লুকানো অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি। এ সময় নসিমনটি জব্দ করাসহ চালক খোকন মিয়া (৪৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোকন মিয়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা গ্রামের ওমর ওরফে উমরের ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ডিবি’র কাছে তথ্য ছিল নসিমন গাড়ীতে খড়ের মধ্যে ফেনসিডিলের একটি চালান যাবে। এমন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গড়িয়ানা নামক এলাকায় অবস্থান নেয় ডিবি’র একটি দল। দুপুরে খড় বোঝাই নসিমনটি সেখানে আসলে ডিবির সদস্যরা তল্লাশী চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় চালককে গ্রেফতার করাসহ নসিমনটি জব্দ করা হয়।
এ বিষয়ে কালুখালী থানায় মাদক আইনে মামলা দয়ের করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com