পাংশার লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীতে শীতবস্ত্র বিতরণ

আসহাবুল ইয়ামিন রয়েন || ২০২৩-০১-১৮ ১৪:৫০:৩১

image

 পাংশা উপজেলার লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১৮ই জানুয়ারী বিকালে রাজবাড়ী শহরের চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

  রাজবাড়ী জেলার বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক মাতৃকণ্ঠের সহযোগিতায় শহরের টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় ভবনে আয়োজিত অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম উক্ত শীতবস্ত্র বিতরণ । 
  দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু ও দৈনিক সংবাদ ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। শীতবস্ত্রের মধ্যে ছিল- কম্বল, সোয়েটার ও মাফলার।
  অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা লেঃ জেনারেল এস এম মতিউর রহমান তার বাবার নামে লুৎফর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার বাবার নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সহযোগিতা প্রদান করেন। যা আমরা যারা সামর্থবান আছি তাদের সকলের জন্য অনুকরণীয়। 
  এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম সহ অন্যান্য বক্তাগণ লুৎফর রহমান ফাউন্ডেশনের এই ধরনের মহৎ উদ্যোগের প্রসংশা করেন এবং এলাকার কল্যাণে আরো বেশী কাজ করার আহবান জানান।
  বক্তব্য শেষে অতিথিগণ লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সহযোগিতায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com