পাংশায় মোবাইল কোর্টে বিজয় মেলার লটারী বিক্রেতার জরিমানা॥সরঞ্জাম জব্দ

শামীম হোসেন॥ || ২০২৩-০১-১৯ ১৪:৩০:৫১

image

 রাজবাড়ী শহরের শ্রীপুরে গত ৫ই জানুয়ারী থেকে মাসব্যাপী শুরু হয়েছে বিজয় আনন্দ মেলা। স্থানীয় প্রশাসন মেলার অনুমোদন দিলেও মেলা প্রাঙ্গনের বাইরে র‌্যাফেল ড্র’র লটারী বিক্রির কোন অনুমতি নেই। কিন্তু প্রতিদিন জেলার প্রতিটি উপজেলাতেই বিক্রি করা হচ্ছে র‌্যাফেল ড্র’র লটারীর কুপন। প্রতিটি কুপনের মূল্য ২০ টাকা।
  প্রতি দিনের ন্যায় গতকাল ১৯শে জানুয়ারী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় ৩০/৩৫টি স্পটে অবৈধভাবে র‌্যাফেল ড্র’র লটারী বিক্রি করতে দেখা যায়।
  মেলার বাইরে লটারী বিক্রির অনুমোদন না থাকায় পাংশা পৌর শহরের কালিবাড়ী মোড়ে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অবৈধভাবে লটারী বিক্রিকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে লটারী বিক্রেতার মোঃ রিয়াজ (৩৪)কে জরিমানা করে।
  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
  তিনি জানান, পাংশা শহরের মধ্যে অনুমোদন বিহীন লটারী বিক্রি করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে এবং পাংশাতে আর বিক্রি করবে না, এমন শর্তে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় লটারী বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। মোঃ রিয়াজ বরগুনা সদর উপজেলার বাসিন্দা। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com