মার্চে কনসার্টে আমেরিকা যাচ্ছে সুপারস্টার নাইট গ্রুপের জনপ্রিয় ১২জন তারকা শিল্পী

বিশেষ প্রতিনিধি || ২০২৩-০১-২২ ১৪:১০:৪১

image

বাংলা গানের জনপ্রিয় সংগীত তারকা গ্রুপ সুপারস্টার নাইট এবার আমেরিকা সফরে যাচ্ছে। আগামী ৪ঠা মার্চ থেকে এই কনসার্ট শুরু হবার কথা।

  বিগত ২০১৫ সাল থেকে কুমার বিশ্বজিৎ জনপ্রিয় এ গ্রুপটি নিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে অনুষ্ঠান করে আসছে। পাশাপাশি গত ৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন শহরেও এ গ্রুপটি সুনামের সাথে অনুষ্ঠান পরিচালনা করে আসছে। সুপারস্টার নাইট গ্রুপটি নিয়ে লিভিং লিজেন্ড কুমার বিশ্বজিৎ এবার যাচ্ছেন আমেরিকায়। সাথে যুক্ত আছেন দেশের আরো বরেণ্য সংগীত শিল্পী হৃদয় খান, তাসবিয়া বিনতে মিলা, সুলতানা ইয়াসমিন লায়লা, বেলী আফরোজ, শাহনাজ বেলী, আশিকুর রহমান, রুকসানা আখতার, মডেল এন্ড ড্যান্সার তৌহিদা তুসনিম, সেমন্তী সৌমি, MUSICIANS পার্থ প্রতীম আচার্জি এন্ড মিথুন চক্রবর্তী। কুমার বিশ্বজিৎ এন্ড সুপারস্টার নাইট গ্রুপের সফরের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন S S B MULTI SERVICE, INC, বরাবর এ প্রতিষ্ঠানটি বাংলাদেশী দর্শকদের উপহার দিয়ে আসছেন শ্রুতি নন্দন বাংলা ফোক গানের অনুষ্ঠান। দশ বছরের ও বেশি সময় ধরে এ প্রতিষ্ঠান বাংলা সংগীত ও বাংলা গানের তারকা শিল্পীদের বিশ্বময় এবং আমেরিকা প্রমোট করে আসছে। 

  এসএসবি মাল্টি সার্ভিস-এর কর্ণধার রফিক আহমেদ বলেন, মান ও গুন সম্পন্ন প্রোগ্রাম করি বলেই বিপুল সংখ্যক দর্শক আমার প্রোগ্রাম উপভোগ করতে আসেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com