রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশন।
গতকাল ২৬শে জানুয়ারী আলীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোগলাডাঙ্গী গ্রামে, ২নং ওয়ার্ডের বারবাকপুর গ্রামে, ৩নং ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর গ্রামে ও ৪নং ওয়ার্ডের আলাদীপুর মন্ডলপাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ মিলন ও তার বড় ভাই ফারুক হোসেন, মূলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াছ মিয়াসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বজলুর রশীদ মিলন জানান, তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ১২০টি করে কম্বল বিতরণ করা হয়েছে। বাকী ওয়ার্ডগুলোতেও একইভাবে কম্বল বিতরণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com