সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোয়ার হোসেন মনাকে পুলিশ গ্রেফতার করেছে।
গত ২৫শে জানুয়ারী দিনগত রাত সাড়ে ১২টার দিকে (গতকাল ২৬শে জানুয়ারী) নিজ এলাকা থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মনোয়ার হোসেন মনা একই উপজেলার পূর্ব উজানচর হাজী আঃ গফুর মন্ডল পাড়ার হাবিবুর রহমান হবির ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, বিগত ২০১৬ সালে উজানচরে মরা পদ্মা নদী হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মনোয়ার হোসেন মনা প্রভাব খাটিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাজে বাঁধা প্রদান করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। সম্প্রতি এ মামলায় মনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলে গত ২৫শে জানুয়ারী দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল ২৬শে জানুয়ারী দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com