রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৭শত অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
গতকাল ২৬শে জানুয়ারী বিকালে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাঁটাখালী চৌধুরী বাড়ীর আঙ্গিনায় ৪শত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। এছাড়াও গোয়ালন্দ পৌরসভার কলেজ পাড়া এলাকায় আরো ৩শত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এ সংসদ সদস্য।
কম্বল বিতরণকালে রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিনা ইসলাম, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম জুলহাস, গোয়ালন্দ পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলা চৌধুরী, ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রতন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com