রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ)-এর উদ্যোগে শিক্ষাবৃত্তি এবং দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ২৮শে জানুয়ারী সকালে সাওরাইল ইউপির বড় পাতুরিয়া রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) এর কার্যালয়ে ২০০ জন দুস্থ-অসহায় শীতার্ত ব্যক্তিকে কম্বল এবং বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫৫ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাওরাইল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদ ইসলাম, ডিরেক্টর শহিদুল ইসলাম ও ব্যবস্থাপক আবু সুলাইমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com