চট্টগ্রামে প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শিহাবুর রহমান || ২০২৩-০১-৩০ ১৪:৩৫:৫৮

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গতকাল ৩০শে বিকালে রাজবাড়ী এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

  রাজবাড়ী এলজিইডি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন।

  এ সময় সিনিয়র সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী জোনায়েদ হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলিউর রহমান, মেকানিক্যাল ফোরম্যান জুবাইদুর রহমান, ল্যাবরেটরী টেকনিশিয়ান আঃ মালেক, হিসাব রক্ষক মোঃ মামুনুর রশিদ, উচ্চমান সরকারী খোন্দকার আশরাফুল হক ও ষাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ আকরাম হোসেনসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন জানান, গত রবিবার বিকেলে টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রকল্প পরিচালক ইয়াজদানীর কক্ষে প্রবেশ একদল দুর্বৃত্ত ঢুকে তাকে মারধর করে। এ সময় হামলাকারীরা প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভেঙে ফেলে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানানোসহ হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com