শত্রুতার বলি বড়ই গাছ

মীর সৌরভ || ২০২৩-০১-৩১ ১৪:৩০:৪৮

image

পূর্ব শত্রুতার জেরে রাজবাড়ী পৌর শহরের রামকান্তপুরে একটি বরই বাগানের ফলসহ প্রায় ২০টি বরই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 
  গত ৩০শে জানুয়ারী রাতের কোনো সময় রামকান্তপুর ৬নং ওয়ার্ডের নতুন বাজার বিসিক এলাকায় আজিজুল হাকিমের বাগানের এ ঘটনা ঘটে।
  এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বড়ই চাষী আজিজুল হাকিম রাজবাড়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন।
  বড়ই চাষী আজিজুল হাকিম জানান, রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের সহযোগিতায় প্রায় এক বছর আগে রামকান্তপুর বিসিক এলাকার বিলের রোডের পাশে এক একর জমিতে আপেল কুল, বল সুন্দরী ও কাস্মীরী জাতের বড়ই ও লেবুর মিশ্র বাগান করেন তিনি। বাগানে প্রায় ১৯ টি বড়ই গাছ ও প্রায় ১০০ টি লেবু গাছ ছিলো।
  তিনি আরও জানান, সন্ধ্যার পরে কয়েকজন অজ্ঞাত যুবক আমার বাগানে ঢুকে বিনা অনুমতিতে বড়ই পাড়ছিলো। পরে আমি তাদেরকে কয়েকটি বড়ই খাওয়ার জন্য গাছ থেকে পেরে দেই। কিন্তু তাতেও তারা খুশি না হলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে আমি সকালে বাগানে এসে দেখি প্রায় ২০ থেকে ৩০টি বড়ই গাছ কেটে ফেলা হয়েছে। আমার ধারণা শত্রুতা করে রাতের আঁধারে তারা আমার বাগানের গাছগুলো কেটেছে। এতে আমার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছি।
  এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত বড়ই চাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com