সোনাপুরে ভেজাল সার জব্দ তিন ব্যবসায়ীকে জরিমানা

তনু সিকদার সবুজ || ২০২৩-০২-০১ ১৪:২৪:০৭

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে অভিযান চালিয়ে ভেজাল সার উদ্ধারসহ ৩জন সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
  মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান তাদেরকে এ জরিমানা করেন।
  তিনি জানান,  সোনাপুর বাজারে সারের দোকানে বিভিন্ন ভূয়া কোম্পানীর মোড়ক লাগিয়ে ভেজাল সার বিক্রি করার অপরাধে সজিব কৃষি সমাধান দোকানের মালিককে ৫ হাজার টাকা, মাতৃ কৃষি ভান্ডারকে ৫ হাজার টাকা, সাগর কৃষি ভান্ডারকে ৫ হাজার টাকা সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করে। এ সময় এ ৩টি দোকান থেকে ভেজাল সার জব্দ করা হয়।
  সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান বলেন, আমাদের দেশের প্রাণ হলো কৃষক। আর তাদের ভেজাল সার দিয়ে ক্ষতি করাটা দেশের ক্ষতি করা। আমরা অভিযোগ পেয়েছিলাম, তারই প্রেক্ষিতে অভিযান চালিয়েছি। আর দেশের যাতে কোন ক্ষতি কেউ না করতে পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
  অভিযান চলাকালে অবৈধভাবে ট্রলি দিয়ে মাটিটানার অপরাধে ২জন চালককে আটক করা হয়। পরে সন্ধ্যায় তারা আর কখনো ট্রলি চালাবেনা মর্মে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
  অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com