রাজবাড়ী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা প্রাইভেটকার চোর চক্রের ৪জন সদস্য গ্রেপ্তার

হেলাল মাহমুদ || ২০২৩-০২-০৪ ১৪:১৭:৫৭

image

রাজবাড়ীর সদর থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা প্রাইভেটকার চোর চক্রের সক্রিয় ৪জন সদস্যকে গ্রেফতার হয়েছে। গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে সদর থানায় প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করা হয়।   

  গ্রেফতারকৃতরা হলো ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় লক্ষনদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেজবাউল হক(৩৬)। একই জেলার কোতয়ালী থানার তাম্বুলখানা গ্রামের মৃত রব হালদারের ছেলে প্রকাশ বাবু ওরফে প্রকাশ সেলিম(৪০), যশোর জেলার চৌগাছা থানার কুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে লিখন মিয়া ওরফে নয়ন(৩০) ও নরসিংদী জেলার শিবপুর থানার তেলিয়াবাজার আলী হোসেনের ছেলে রিফাত হোসেন ওরফে ফালাইনা(২২)। এর মধ্যে মেজবাউল হক রাজবাড়ী শহরের সজ্জনকান্দা হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করে।

  প্রেস ব্রিফিং এ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখার জামান বলেন, গত ২৯শে নভেম্বর পলাশ নামের এক প্রাইভেটকার গাড়ীর মালিক তার গাড়ী চুরির বিষয়ে থানায় ডায়েরী করেন। এরপর চোর চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। গত ৩রা ফেব্রুয়ারী রাতে নরসিংদী থেকে চুরিকৃত এক্স করোলা প্রাইভেট কার(ঢাকা-মেট্রো-গ-২৭-৪৮৯৯) উদ্ধারসহ উল্লেখিতদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  প্রেস বিফ্রিংয়ে অন্যান্যের মধ্যে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন, ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার, এসআই কামরুজ্জামান শিকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com