রাজবাড়ীতে বালুবাহী ট্রাক চাপায় মোটর সাইকেল অরোহী চন্দনী ইউপি চেয়ারম্যানের পুুত্র ও ভাতিজা নিহত

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-০২-০৪ ১৪:২৫:৪৮

image

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় গতকাল ৪ঠা ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রবের ছোট ছেলে সাকিব ও চাচাতো ভাতিজা সিফাত ঘটনাস্থলেই নিহত হয়েছে। 

  তারা মোটর সাইকেল যোগে বাড়ী থেকে রাজবাড়ী শহরে আসছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  নিহতরা হলো চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান ধাওয়াপাড়া আব্দুর রবের ছেলে সাকিব(১১) ও একই গ্রামের লোকমান শেখের ছেলে শেখ মাহফুজুর রহমান সিফাত(১৮)। 
  নিহত সিফাত রাজবাড়ী সরকারী কলেজের মানবিক বিভাগের দ্বাদশ ও সাকিব ধাওয়াপাড়া এলাকার চর পদ্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
  স্থানীয়রা জানায়, গতকাল শনিবার দুপুরে সিফাতের মোটর সাইকেলে চড়ে সাকিব তার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য বাড়ী থেকে বের হয়ে রাজবাড়ী শহরের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তারা ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়।
  চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর জানান, দুই ভাইয়ের এমন মর্মার্ন্তিক মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। এ ঘটনায় শুধু পরিবারই নয় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
  রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা জানান, সংবাদ পেয়ে নিহতদের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের পাশে সমবেদনা জানিয়েছি। এক সাথে দুই ভাইয়ের মৃত্যু হৃদয় বিদারক।
  রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাক ও চালককে আটক করে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 
  এদিকে রাত ৮টায় ধাওয়াপাড়া গ্রামে চেয়ারম্যান আব্দুর ববের নিজ বাড়ীর পাশে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
  জানাযাতে সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, ডিডিএলজি মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়ালসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com