কশবামাজাইলে কৃতি ছাত্রী কনা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোক্তার হোসেন || ২০২৩-০২-০৫ ১৪:০১:০২

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল এএইচ হাই স্কুল প্রাঙ্গনে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে অত্র স্কুলের ১৯৮৩ ব্যাচের কৃতি ছাত্রী ও দি প্লাটফর্ম অব এক্স-স্টুডেন্টস অব কশবামাজাইল এএইচ হাই স্কুল’র এডমিন সদস্য শামীমা ইসলাম কনা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শামীমা ইসলাম কনা স্মৃতি শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
  দি প্লাটফর্ম অব এক্স-স্টুডেন্টস অব কশবামাজাইল এএইচ হাই স্কুল এবং কশবামাজাইল এএইচ হাই স্কুল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
  কশবামাজাইল এএইচ হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমা শামীমা ইসলাম কনার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহাম্মদ ও মরহুমা শামীমা ইসলাম কনার সহোদর ভাই ইউসুফ ইসলাম হান্নান স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কশবামাজাইল এএইচ হাই স্কুলের মাওলানা শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। উপস্থাপনা করেন অধ্যাপক কাজী মিনহাজুল আলম। শামীমা ইসলাম কনা’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
  কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, কশবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডল, শামীমা ইসলাম কনা’র একমাত্র কন্যা কলেজ ছাত্রী ফৌজিয়া ফিরোজসহ কশবামাজাইল এএইচ হাই স্কুলের শিক্ষকবৃন্দ, দি প্লাটফর্ম অব এক্স-স্টুডেন্টস অব কশবামাজাইল এএইচ হাই স্কুল’র নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, কশবামাজাইল এএইচ হাই স্কুলের ৮৩ ব্যাচের কৃতি ছাত্রী শামীমা ইসলাম কনা(৫৫) মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। চলতি বছরের ২৩শে জানুয়ারী সকাল ৮টা ৩৫ মিনিটের সময় গাংনীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com