অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে খোন্দকার আব্দুল মতিন সম্পাদিত রাজবাড়ী জেলার বহুল প্রচারিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকাসহ আরও ৫টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল গতকাল ৭ই ফেব্রুয়ারী সরকারী অনুমোদন পেয়েছে।
অনুমোদন পাওয়া নিউজ পোর্টালগুলো হলো- দৈনিক মাতৃকণ্ঠ, দৈনিক কালবেলা, দৈনিক জাতীয় অর্থনীতি, দৈনিক বাণিজ্য প্রতিদিন ও দৈনিক আশ্রয় প্রতিদিন।
গতকাল ৭ই ফেব্রুয়ারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখার উপ-সচিব ড. ভেনিসা রড্রিক্স কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সকল দৈনিক পত্রিকার নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় দৈনিক মাতৃকণ্ঠ প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরকারী অনুমোদন পেয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com