রাজবাড়ী শহরের ভবানীপুর ড্রাইচ ফ্যাক্টারী এলাকায় আঞ্জুমান মফিদুল ইসলামের জেলা কার্যালয় থেকে গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে ৩য় দফায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও আঞ্জুমান মফিদুল ইসলামের জেলা সভাপতি ও আবু কায়সার খান এসব মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজি উল্লাহ মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাফর বাবু, কোষাধ্যক্ষ আবু দাইয়ান মোঃ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আইন উদ্দিন শেখ, হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ কবীর আহম্মেদ, হাফেজ মোঃ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com