শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে গতকাল ১০ই ফেব্রুয়ারী বঙ্গবন্ধু গোল্ডেন কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে পাংশা ক্রিকেট একাদশ হারিয়ে জামালপুর ফাতেমা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে পাংশা ক্রিকেট একাদশ ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে জামালপুর ফাতেমা ক্রিকেট একাদশ ১৩ ওভার ৪ বলে ১৫৭ রান করে বিজয়ী হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বহরপুর শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি মোঃ শহিদুল মিয়া, বালিয়াকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মৃনাল কান্তি সিকদার ও বহরপুরের শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা হেলাল খন্দকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বহরপুরের শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা হেলাল খন্দকার বলেন, সমাজ আজ মাদকের করাল থাবায় নিমজ্জিত হয়ে পড়েছে। প্রশাসনের জোর তৎপরতার পরও আনাচে কানাচে মাদক বিক্রয় চলে। যুব সমাজকে এই পথ থেকে ফেরাতে আমার নিজ উদ্যোগে যুবকদের সাথে নিয়ে এই খেলার আয়োজন করি। আমরা চেষ্টা করছি যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে বের করে আনতে।
খেলা পরিচালনা করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোঃ আহাদ শেখ ও ক্রীড়া সম্পাদক মোঃ সজল আনসারী।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com