‘ইতিহাসের পাতায় রাজবাড়ী’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার || ২০২৩-০২-১১ ১৩:৪৯:২২

image

একুশের বই মেলায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনের “ইতিহাসের পাতায় রাজবাড়ী” বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল ১১ই ফেব্রুয়ারী বিকালে ঢাকাস্থ বাংলা একাডেমীর গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটি মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বইটির লেখক গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ছাড়াও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও কবি উম্মে সালমা তানজিয়া, নির্বাহী প্রকৌশলী হারুন-অর রশিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক আশরাফ হোসেন, লেখকের সহধর্মিনী ও নিকট আত্মীয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একুশে বইমেলা উপলক্ষ্যে আদিবা প্রকাশনীর প্রকাশক মোঃ শাহীনুর ইসলাম সৌরভ বইটি প্রকাশ করেছেন। বইটির মূল রাখা হয়েছে ৩৫০ টাকা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com