পাংশায় ব্যাটারী চালিত ভ্যান নিয়ে নিখোঁজ দ্বিতীয় শ্রেণীর ছাত্র আকাশ

শামীম হোসেন || ২০২৩-০২-১২ ১৪:২৮:২১

image

রাজবাড়ী জেলার পাংশায় ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে আকাশ মোল্লা(১১) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

  নিখোঁজ আকাশ মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের মোঃ নাসির মোল্লার ছেলে। 

  এ ঘটনায় গতকাল ১২ই ফেব্রুয়ারী পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন আকাশের পিতা নাসির মোল্লা। নিখোঁজ আকাশ সেনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

  অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ আকাশ মোল্লা মাঝে মধ্যেই তার পিতার ভ্যানটি নিয়ে এলাকায় চালাতো। অন্যান্য দিনের ন্যায় গত ১১ই ফেব্রুয়ারী বিকাল ৪টার দিকে সে ভাড়া চালানোর উদ্দেশ্যে ভ্যানটি নিয়ে নিজ বাড়ী থেকে বের হয়। পরবর্তীতে সে আর বাড়ীতে ফেরত আসেনি। এ ঘটনার পর এলাকাসহ সকল আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজ নিয়েও আশিকের সন্ধান পায়নি তার পরিবার। 

  আকাশের পিতার ধারণা অজ্ঞাত চোরেরা তার ছেলেকে ফুসলাইয়া ভ্যানটি চুরি করার উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে তাকে আটক করে রেখেছে। এ ঘটনায় ওই এলাকার সকল পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করে বলে জানিয়েছেন এলাকাবাসী।

  পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য বাহাদুরপুর ক্যাম্পের আইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

  বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক(আইসি) সাখাওয়াত বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com