রাজবাড়ী ডিবি’র অভিযানে ইয়াবা গাঁজাসহ ৩জন বিক্রেতা গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৩-০২-১৩ ১৩:২২:১৪

image

রাজবাড়ী ডিবি’র পৃথক অভিযানে সদর উপজেলার চর খানখানাপুর ও দাদশী ইউনিয়ন থেকে গাঁজা ও ইয়াবাসহ ৩জন বিক্রেতা গ্রেফতার হয়েছে। 

  গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাটনগর বাজার এলাকার আজিজ মন্ডলের ছেলে রশিদ মন্ডল(৩৬), মইযুদ্দিন মোল্লা পাড়ার সোবাহান মোল্লার ছেলে রেজাউল মোল্যা(৪২) ও দাদশী ইউনিয়নের আগমারাই এলাকার তৌহিদ তপেদারের ছেলে রাসেল তপেদার (৩১)।

  রাজবাড়ী ডিবি’র ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। এদের মধ্যে রাসেল তপেদারের বিরুদ্ধে ৮টি ও রেজাউল মোল্লার বিরুদ্ধে ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ই ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার থেকে ৭শত গাঁজাসহ রশিদ মন্ডল ও ও রেজাউল মোল্লাকে গ্রেফতার করা হয়।

  অপর অভিযানে একই দিন দিনগত রাত ১টার দিকে দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের মিজান মিয়ার বাড়ীর পরিত্যক্ত রান্না ঘরের ভিতর থেকে ২শত পিস ইয়াবাসহ রাসেল তপেদারকে গ্রেফতার করা হয়। 

  এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com