রাজবাড়ীতে বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যা॥পরকীয়া প্রেমিকসহ সৎ মায়ের যাবজ্জীবন করাদন্ড

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-০২-১৩ ১৩:৩৪:০১

image

রাজবাড়ীতে বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যার দায়ে সৎ মা হাফশিয়া বেগম(৩০) ও তার পরকীয়া প্রেমিক খোরশেদ মোল্লা (৫০)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

  গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা। 

  আদালত সূত্র জানায়, ২০১৩ সালে ২২শে অক্টোবর রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের ছাত্রী মর্জিনা কলেজ থেকে বাড়ী ফিরে সৎ মা হাফশিয়া ও তার প্রেমিক খোরশেদকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তখন হাফশিয়া ও খোরশেদ দুজন মিলে বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে মর্জিনা আত্মহত্যা করেছে বলে প্রচার করে তারা। 

  এ ঘটনায় মর্জিনার বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামী করে ওইদিনই রাজবাড়ী থানায় মামলা করেন। 

  রাজবাড়ী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট উজির আলী শেখ জানান, দীর্ঘ শুনানী শেষে আদালত যে রায় দিয়েছেন এতে তারা খুশি।

  আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ হোসেন বলেন, এই রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবো। আশা করি সেখানে আমরা ন্যায় বিচার পাবো।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com