রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির পরানপুর দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক।
গত ১২ই ফেব্রুয়ারী বিকাল ২টার সময় মাদরাসায় এ সংক্রান্ত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
জানা যায়, পাংশা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও পরানপুর দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচন-২০২৩ এর প্রিজাইডিং অফিসার মাহাবুব হোসেনের সভাপতিত্বে সভায় মাদরাসার সুপার গোলাম মোস্তফা, দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদ্য নির্বাচিত দাতা সদস্য মোঃ উদয় মোল্লা, অভিভাবক সদস্য শাবানা খাতুন(এবতেদায়ী স্তর), রফিকুল ইসলাম, হারুন-অর-রশিদ, মুক্তার মন্ডল (দাখিল স্তর), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সেতারা খাতুন(দাখিল স্তর), সাধারণ শিক্ষক সদস্য মোঃ আলমগীর হোসেন(দাখিল স্তর), খন্দকার শাম্মী আরা(এবতেদায়ী স্তর) ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য তানজিরা খাতুন সীমা উপস্থিত ছিলেন। দুই বছর মেয়াদী কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক এরআগে মাদরাসার এডহক কমিটির সভাপতি ছিলেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক মাদরাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাদরাসার সুপার গোলাম মোস্তফা বলেন, ১৯৬২ সালে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা পরানপুর দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করেন। মাদরাসাটি ১৯৭৭ সালে স্বীকৃতিপ্রাপ্ত এবং ১৯৮০ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে পরানপুর দুরশুন্দিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করে আসছে। মাদরাসার শিক্ষার পরিবেশ খুবই ভালো। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় মাদরাসায় নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com