পাংশায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৩-০২-১৪ ১৫:২৩:৪২

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল ১৪ই ফেব্রুয়ারী দুপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন, “সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
  অন্যান্যের মধ্যে পাংশা থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ ইফতেখারুল আলম প্রধান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পাংশা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আবু শহীদ ও জয়গ্রাম উত্তরপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ জাহিদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ সামাজিকভাবে ধর্মীয় মূল্যবোধ জাগরণের গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
  অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com