মহামারি করোনার কারণে কড়া বিধি-নিষেধের মধ্য দিয়ে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববি পাঞ্জেগানা, তারাবিহ ও জুমআ আদায় করে আসছে। সন্ধ্যা রাতে ইশার পর ১০ রাকাআত তারাবিহসহ মধ্য রাত থেকে কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে শেষ ১০ দিন তাহাজ্জুদ পড়া হবে। আজ মধ্য রাত থেকে শুরু হবে তাহাজ্জুদ নামাজ।
হারামাইন কর্তৃপক্ষ পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে যারা তাহাজ্জুদ নামাজে ইমামতি করবেন। তারাবিহ নামাজের শিডিউল প্রকাশের সময়ই তাহাজ্জুদ নামাজের ইমামদের তালিকা প্রকাশ করে হারামাইন কর্তৃপক্ষ।
মক্কায় আজ তাহাজ্জুদ নামাজ পড়াবেন-
>> দুই পবিত্র মসজিদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি।
>> শায়খ ড. ইয়াসির ইবনে রাশেদ আল-দুসাইরি।
মদিনায় আজ তাহাজ্জুদ পড়াবেন-
>> মদিনার প্রবীণ ইমাম শায়খ আব্দুর রহমান হুজাইফি। (প্রতিদিন প্রথম দুই রাকাআত)
>> শায়খ ড. আব্দুল মুহসিন আল-কাসিম।
>> শায়খ ড. সালাহ বিন মুহাম্মাদ আল বাদাইর।
করোনাভাইরাসের পরিস্থিতি অনুকূলে না আসলে সৌদি আরবের সব মসজিদেই তারাবিহ, ইফতার, ইতেকাফসহ রমজানের বড় জমায়েত স্থগিত থাকবে। পবিত্র দুই মসজিদের ঐতিহ্য ইফতার এবং ইতেকাফও এবার বন্ধ থাকবে।
পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির স্থানীয়দের জন্য তারাবিহতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। এ দুই পবিত্র মসজিদে দায়িত্বপালনকারীরাই শুধু অংশগ্রহণ করবেন। তবে এ দুই পবিত্র মসজিদের তারাবিহ নামাজ পাঞ্জেগানা নামাজের মতো সরাসরি সম্প্রচার করবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com