পাংশায় পুলিশের অভিযানে চাল ও অটোভ্যান চুরির পৃথক মামলার ৪জন আসামী গ্রেফতার

মোক্তার হোসেন || ২০২০-০৮-৩০ ১৭:২৭:৫২

image

রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ গতকাল ৩০শে আগস্ট সকালে অভিযান চালিয়ে চাল ও অটোভ্যান চুরির পৃথক মামলার ৪জন আসামীকে গ্রেফতার করেছে। 
  সেই সাথে চুরি যাওয়া চাল ও অটোভ্যান উদ্ধার করা হয়েছে। অটোভ্যান চুরির মামলায় গ্রেফতারকৃতরা হলো- যশাই ইউপির মৃত রব্বান প্রামানিকের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু প্রামানিক(৫০) ও পাংশা পৌরসভার পারনারায়নপুর গ্রামের মৃত ওহাব মন্ডলের ছেলে রবিউল ইসলাম(১৮)। 
  এছাড়া চাল চুরি মামলায় গ্রেফতারকৃতরা হলো-রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকন হাট গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে ট্রাক ড্রাইভার মোস্তাক আলী(৪২) ও চাঁপাই নবাবগঞ্জের জামতারা গ্রামের মজিবর রহমানের ছেলে মারুফ হোসেন(১৮)। সে ওই ট্রাকের হেলপার। 
  পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের এস.আই শহর আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ৬৭০ বস্তা চাল চুরি মামলার আসামীদের এবং পাংশা থানার এস.আই ননী গোপাল সরকারসহ সঙ্গীয় পুলিশ অটোভ্যান চুরি মামলার আসামীদের গ্রেফতার করেছে।
  জানা যায়, এস.আই ননী গোপাল সরকারসহ সঙ্গীয় পুলিশ রবিবার সকাল পৌনে ৮টার দিকে আসামী হাবিবুর রহমান ওরফে হাবু প্রামানিকের মৌকুড়ী মোল্লাপাড়া মোড় সাইকেল গ্যারেজ থেকে চোরাই ১টি অটোভ্যান উদ্ধারসহ হাবিবুর রহমান অরফে হাবু প্রামানিক ও রবিউল ইসলামকে গ্রেফতার করে। ঢেকিপাড়া গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে শফিক মন্ডলের অটোভ্যান চুরি হলে সে বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করে। মামলা নং-১০, তাং-২৯/০৮/২০২০, ধারাঃ ৪৬১/ ৩৮০ পেনাল কোড।
  এদিকে পাংশার বাহাদুরপুর বাজারে ব্যবসায়ী কাজল মাহমুদের দোকানে থাকা চালের মালিকানা নিয়ে ধুম্রজালের অবসান ঘটেছে। বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের এস.আই শহর আলীসহ সঙ্গীয় পুলিশ চুরি মামলার চাল হিসেবে সনাক্ত করে তা উদ্ধার পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করেছেন। মফিজ অটো রাইস মিলের ট্রাক দেখভালের দায়িত্বে থাকা পাবনার টেবুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রাসেল বাদী হয়ে ট্রাক ড্রাইভার মোস্তাক আলী ও তার হেলপার মারুফ হোসেনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ৬৭০ বস্তা চাল চুরির অভিযোগে পাংশা থানায় মামলা দায়ের করে। মামলা নং-১১, তাং-২৯/০৮/২০২০, ধারাঃ ৩৭৯ দঃ বিঃ। 
  মামলার তদন্ত কর্মকর্তা এস.আই শহর আলী জানান, ৬৭০ বস্তা চাল চুরি মামলার এজাহারনামীয় ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাহাদুরপুর বাজারস্থ কাজল মাহমুদের দোকান থেকে প্রাপ্ত চাল জব্দ করে বাহাদুরপুর পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আরও তথ্যানুসন্ধান চলছে। জড়িতরা কেউই রেহাই পাবেনা বলে জানান তিনি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com