রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে পবিত্র আশুরা পালিত

সোহেল মিয়া || ২০২০-০৮-৩০ ১৭:৩০:১৫

image

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে পবিত্র আশুরা পালিত হয়েছে। 
  এ উপলক্ষে গতকাল ৩০শে আগস্ট সকাল ১০টায় রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া খানকা শরীফ বড় মসজিদে পবিত্র কোরআন তেলোয়াত ও বিশ্ব শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 
  প্রতি বছর বিপুল সংখ্যক কাদেরীয়া ভক্তদের অংশগ্রহণে শোক র‌্যালীসহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালিত হয়ে আসলেও এ বছর করোনা সংক্রমণের কারণে সরকারী নির্দেশনা মেনে সীমিত আকারে পালন করা হয়। ভক্তদের উপস্থিতি ছিল অনেকটাই কম। 
  রাজবাড়ী অঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলী বলেন, প্রতি বছর আশুরা উপলক্ষে প্রায় ৪০ হাজার ভক্তের সমাগম হয়। কিন্তু এ বছর করোনা সংক্রমণের কারণে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া শোকাবহ দিনটিকে স্মরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com