দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও নৌকাসহ গ্রেপ্তার-৪

মইনুল হক মৃধা || ২০২৩-০২-১৯ ১৪:৩১:৪১

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ কারেন্ট জাল ও জাটকা নিধন অভিযান ২টি ইঞ্জিন চালিত নৌকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ ৪ জেলেকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
  গত ১৮ই ফেব্রুয়ারী সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি জেএম সিরাজুল কবিরের নেতৃত্বে অভিযানে এএসআই আঃ কুদ্দুসসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
এ সময় পদ্মা নদীর কুয়াশাটার চর ও মাঝ পদ্মা নদী থেকে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত ২টি নৌকা জব্দসহ ৪জন জেলকে গ্রেফতার করা হয়।
  গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলতাব হোসেন(৩৫), মোঃ আজাদ খা(৪০), মোঃ রফিকুল খা(৩০) ও মোঃ আতোয়ার বেপারী(৩৫)।
  দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির জানান, পদ্মার বিভিন্ন স্থানে জাটকা ইলিশ নিধনে অভিযান পরিচালনা করে অবৈধ ১০ হাজার মিটার কারেন্ট জাল ২টি ইঞ্জিন চালিত নৌকা জব্দসহ ৪ জেলকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানায় মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ সালের সংশোধনী ২০১৩ এর ৫ (২) (খ) ধারায় ২টি মামলা করে গতকাল রবিবারে আদালতে সোপর্দ করা হয়।
  তিনি আরো বলেন, পদ্মা নদীতে কোন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা যাবে না এবং মাছের বংশ বিস্তারে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com