রাজবাড়ীর খান আইডিয়াল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৩-০২-২০ ১৩:৩৬:৩৯

image

রাজবাড়ী শহরের কলেজ পাড়ায় গতকাল ২০শে ফেব্রুয়ারী খান আইডিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
  খান আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবিবুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বেষ্ট প্লাষ্টিক লিমিটেডের মহাব্যবস্থাপক ও নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম এবং খান আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা মেরিন ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ খান বক্তব্য রাখেন। এ সময় একাডেমী পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ, অভিভাবকগণসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
  অনুষ্ঠানে বক্তারা লেখাপড়ার পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে প্রতিটি শিক্ষার্থীর খেলাধুলা প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে প্রতিটি শিক্ষার্থীকে জীবনের শুরু থেকে শৃঙ্খলা মেনে লেখাপড়াসহ সর্বোক্ষেত্রে নিজেদের কিভাবে পরিচালিত করবে শিক্ষকদের সেই শিক্ষা দেওয়া উচিত বলে উল্লেখ করেন। 
  বক্তব্য শেষে একডেমীর শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com