আজ ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ২১শে ফেব্রুয়ারী অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শহীদ মিনারে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
এ ছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন। সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সকাল ১০টায় অফিসার্স ক্লাব মুক্ত মঞ্চে ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা ও অফিসার্স ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিকাল ৩টায় অফিসার্স ক্লাব মুক্ত মঞ্চে একুশের প্রেক্ষিত শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com