ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন উৎসব

খালেদা ইয়াসমিন লিপি || ২০২৩-০২-২০ ১৩:৪৮:০৫

image

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে গতকাল ২০শে ফেব্রুয়ারী সকাল ১১টায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার্থীদের চোখে শহীদ মিনার’ শীর্ষক চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

  ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এসএম নুরুন্নবীর সহধর্মিনী বেগম আনোয়ারা নুরুন্নবী এ চিত্রাংকন উৎসবের উদ্বোধন করেন।
  ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, সাংবাদিক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদিন ও নাট্যকার ম. আহমেদ নিজাম বক্তব্য রাখেন। 
  চিত্রাংকন উৎসবে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী অংশ গ্রহণ করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com