ঐতিহ্যবাহী রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী উদযাপন

রফিকুল ইসলাম/তনু সিকদার সবুজ || ২০২৩-০২-২৪ ২১:১৪:৩৬

image

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ সুন্দর অর্থনীতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সুশীতল স্থিতি পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আর দাঙ্গা হানাহানি নেই। সেই বাংলাদেশের কান্ডারী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নিজ সন্তানের মতো দেখেন। মায়ের মমতায় সকলকে নিয়ে চিন্তা করেন। যিনি প্রান্তিক পর্যায়ের মানুষ, নদীভাঙা মানুষ, সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছেন। যার ভালবাসায় ও মায়ায় আমরা অথনৈতিকভাবে ভাল অবস্থানে আসতে পেরেছি। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। তিনি যেন আজীবন সুস্থ থেকে এই দেশের মানুষকে সেবা করতে পারেন।
  গতকাল ২৪শে ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  তিনি বলেন, এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা উপবৃত্তি পাবে আবার কেউ কেউ পাবে না। যারা পাবে না তাদের অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। এজন্য তহবিল গঠন করতে হবে। প্রাক্তণ শিক্ষার্থীদের অনেক দায়িত্ব পালন করতে হবে। আমরা বিদ্যালয়ের অবকাঠামো তৈরী করে দিবো। সেগুলো মেইনটেন্স বিদ্যালয় কর্তৃপক্ষকে করতে হবে। প্রয়োজন মাফিক বিদ্যালয়গুলো ভবন পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে ভবন তৈরী করা দরকার সেখানে প্রয়োজনভিত্তিক ভবন তৈরী করে দিচ্ছি। ভকেশনালের পাশাপাশি অনেক ট্রেড কোর্স আছে সেগুলো করতে হবে। আপনার সন্তানকে অবশ্যই ভোকেশনাল ট্রেনিং করাতে হবে। নানা ধরণের ট্রেড কোর্স করলে আত্ম নির্ভরশীল হবে ও মানসিকতার উন্নয়ন হবে। বিদ্যালয় থেকে সব ধরণের কাজ শিখতে হবে। কিভাবে মানুষ কাজ করে জীবিকা উপার্জন করে সেগুলো শিখতে হবে। এগুলো না শিখলে শিশুদের মানসিকতার উন্নয়ন হবে না। আমরা প্রায়ই শহরমুখী হয়ে যাচ্ছি। এতে আমাদের কোন লাভ হবে না। আমাদের এই এলাকার অর্থনীতি উন্নয়ন করতে হবে। নিজেদেরকে উন্নত এবং স্মার্ট হতে হবে। জীবনে উন্নয়ন করতে হলে সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। সবাইকে আত্মবিশ^াসী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে পারিপার্শি^কতা বোঝাবো। লেখাপড়ার পাশাপাশি অবশ্যই সংস্কৃতি চর্চা করতে হবে। ধর্মীয় চর্চার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নিয়ে মানুষ পরিপূর্ণ হয় না। সংস্কৃতি জ্ঞান থাকতে হবে। তা না হলে তার মনে কোন প্রশান্তি থাকবে না। তার মধ্যে দক্ষতা আসবে না, আত্মবিশ^াস আসবে না। এজন্য সংগীত, নাটক, খেলাধুলা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে হবে। 
  রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র সমিতির যৌথ আয়োজনে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ খোদেজা নাসরীন আক্তার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সুবর্ণা রানী সাহা, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মুহাম্মদ শাহিদুল ইসলাম রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান মোল্লা।
  সন্ধ্যায় ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com