যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য রবীন্দ্র উৎসব নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার || ২০২৩-০২-২৫ ১৫:৪২:১২

image

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও গান নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৬-৭ই মে দুই দিনব্যাপী প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব-২০২৩”।
  রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএ-এর আয়োজনে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ও বঙ্গ সংস্কৃতি সংঘের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হবে।
  গতকাল ২৫শে ফেব্রুয়ারী রাজধানী ঢাকার সিরডাপে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ইউএসএ’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজকরা।
  সংবাদ সম্মেলনে স্বাধীনতা পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে যেকোনো আয়োজনই আনন্দ দেয়। জীবনের সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথের বিচরণ আছে। নানা জায়গা থেকে এ উৎসবে মানুষ যোগ দেবে। তিনি আশা করেন, এখান থেকে মানুষ কিছু না কিছু উপকৃত হবে।
  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব-২০২৩ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ জিয়াউদ্দীন আহমেদ।
  তিনি বলেন, দুই দিনের উৎসবে বাংলাদেশি আমেরিকান শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শৈল্পিকভাবে তুলে ধরবেন তাঁদের চারুশিল্পের মাধ্যমে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ছবির প্রদর্শনীও হবে। এছাড়া সেমিনার, গান, নাটকের আয়োজনও থাকবে।
  সংবাদ সম্মেলনে বলা হয়, এ উৎসবে উত্তর আমেরিকার তিনটি দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও রবীন্দ্রানুরাগীরা অংশ নেবেন। নিউইয়র্কের নন্দনকানন বলে পরিচিত জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে এ উৎসব আয়োজিত হবে।
  উৎসবের উদ্বোধন করবেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং শিল্প-ইতিহাসবিদ সুন্দরম ঠাকুরসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।
  উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব-২০২৩ এর উপদেষ্টা লেখক, গবেষক ও কলাম লেখক হাসান ফেরদৌস বলেন, নিউইয়র্কে অনেক বাঙালি বাস করে। সেখানে বাংলা সাহিত্য চর্চার বড় ক্ষেত্র তৈরি হয়েছে। রবীন্দ্রনাথকে উত্তর আমেরিকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এ আয়োজনের উদ্দেশ্য।
  শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, মানবিক চেতনা গড়ে তুলতে রবীন্দ্রনাথকে সবার কাছে পৌঁছে দিতে বাঙালিরাই পারে।
  সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সমন্বয়ক ব্যারিস্টার তানিয়া আমীর, কানাডার টরেন্টো ভিত্তিক টিভি চ্যানেল দেশ-বিদেশের প্রধান সম্পাদক নজরুল মিন্টো, উৎসবের সমন্বয়কারী স্বীকৃতি বড়ুয়া, আবদুল হামিদ ও প্রবাসী লেখক নাজমুন নেসা পিয়ারী।
  আয়োজকরা জানান, দু’দিনের উৎসবে বাংলাদেশি-আমেরিকান শিল্পীরা তাদের চারুশিল্পের মাধ্যমে রবীন্দ্রনাথকে তুলে ধরবেন। এছাড়া রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবিও প্রদর্শন করা হবে।
  উৎসবে দু’জন প্রধান অতিথি থাকবেন বলেও জানান বক্তারা। তারা হলেন- একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নূরুন নবী এবং কথা সাহিত্যিক আলোলিকা মুখোপাধ্যায়।
 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com