রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার পাঠাভ্যাস কার্যক্রম জোরদারকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজকে মোবাইল ফোন ও মাদকাসক্তি থেকে রক্ষায় পাঠাভ্যাস বৃদ্ধি করণের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জানা যায়, বিভিন্ন পাঠাগার, ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে মোটিভেশনমূলক মতবিনিময় সভা করে শিক্ষার্থী ও যুবসমাজকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধকরণ করার লক্ষ্যে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে গত ২২শে ফেব্রুয়ারী সন্ধ্যায় মতবিনিময় সভার আয়োজন করেন পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ বিশ্বাস।
সভায় উপস্থিত ব্যক্তিরা স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজকে মোবাইল ফোন ও মাদকাসক্তি থেকে রক্ষায় পাঠাভ্যাস বৃদ্ধি করণের গুরুত্বারোপ করেন। সভায় পাঠাভ্যাস কার্যক্রম জোরদারকরণে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।
উপকমিটির আহবায়ক- ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, যুগ্ম আহবায়ক- এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, পাঠাগারের সহ-সম্পাদক ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, সদস্য- আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সফুরা খাতুন, পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সাংবাদিক সেলিম মাহমুদ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর ও প্রধান সমন্বয়ক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ বিশ্বাস।
এ ব্যাপারে গতকাল ২৬শে ফেব্রুয়ারী সন্ধ্যায় সাক্ষৎকারে আব্দুল আল মাসুদ বিশ্বাস ও অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু বলেন, ১৯৬৫ সালে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে পাঠাগারে খ্যাতিমান লেখকদের ৪ সহস্রাধিক বই রয়েছে। পাঠাগারে আশানুরূপ পাঠক বাড়ছে না। বরং সমাজে অপ্রত্যাশিত ভাবে মাদক ও মোবাইল ফোন আসক্তি বাড়ছে। মাদক ও বিভিন্ন ব্রান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আসক্তির ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজের ক্ষতি হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মাদক ও মোবাইল ফোন আসক্তি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে গঠিত উপ-কমিটি খুব শিঘ্রই কর্মপরিকল্পনা প্রস্তুত করবে বলে উল্লেখ করেন তারা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com